দুই পিচে অনুশীলন রোহিতদের, বাংলাদেশ ম্যাচে কোন পিচ?
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় ছয় মাস পর টেস্ট ফরম্যাটের খেলায় ফিরছে ভারতীয় দল। যার জন্য গতকাল (শুক্রবার) তারা রুদ্ধদ্বার অনুশীলন করেছে চেন্নাইয়ে। এরপর দেশটির সংবাদমাধ্যমে জানা গেছে, এম চিদাম্বরমে ভিন্ন দুটি পিচে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন রোহিত–অশ্বিনরা। তাহলে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের পিচ কোনটি হবে সেই প্রশ্ন উঠেছে।
প্রায় দেড়মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি ভারত। আগামী ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে তারা ফের মাঠে নামছে। এই ম্যাচের ভেন্যু চেন্নাইয়ের পিচ সাধারণত স্পিন সহায়ক হয়ে থাকে। লাল মাটি দিয়ে তৈরি হয় এই পিচ। এবারও শোনা যাচ্ছে তার অন্যথা হচ্ছে না, অর্থাৎ একই রকম পিচ দেখা যাবে বাংলাদেশ-ভারত সিরিজেও।
তবে এম চিদাম্বরম স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটাররা ভিন্ন দুটি পিচে অনুশীলন করেছেন। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বাংলাদেশ সিরিজ দিয়ে শুরুর পর পরবর্তী কয়েক মাসে ভারতের বেশ ব্যস্ত সূচি রয়েছে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তিনটি টেস্ট। এরপর রোহিত-কোহলিরা যাবেন অস্ট্রেলিয়া সফরে। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। ভারত মূলত ওই সিরিজকেই বেশ গুরুত্ব দিয়ে দেখছে। এ ছাড়া আসন্ন সব সিরিজকে বিবেচনায় নিয়েই প্রস্তুতি শুরু করেছে গৌতম গম্ভীরের দল।