প্রত্যাশার চেয়েও দেরিতে আসতে পারে গ্র্যান্ড থেফট অটো সিক্স
গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) রকস্টার গেমসের তৈরি জনপ্রিয় ভিডিও গেম সিরিজ। ওপেন ওয়ার্ল্ড ঘরানার গেমটিতে বড় বড় শহর মুক্তভাবে ঘুরে বেড়িয়ে দেখা যায়। এতে মিশন সম্পন্নের পাশাপাশি নানা ধরনের যানবাহনে চড়ে বিভিন্ন চরিত্রের সঙ্গে যোগাযোগ করার সুযোগ রয়েছে। চমকপ্রদ গল্প, আকর্ষণীয় জগৎ ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত হওয়ার স্বাধীনতার কারণে ১৯৯৭ সালে প্রথম বাজারে আসার অল্প দিনের মধ্যে নজর কাড়ে গেমটি। এর পর থেকে নতুন সংস্করণ ঘিরে বাড়তে থাকে আগ্রহ, চলতে থাকে গুঞ্জন। এই যেমন এখন চলছে গ্র্যান্ড থেফট অটো সিক্স (জিটিএ সিক্স)-কে ঘিরে। রিলিজ হওয়ার কথা ছিল ২০২৫ সালে। কিন্তু গেম দুনিয়ায় শোনা যাচ্ছে, কিছুটা দেরি করে ২০২৬ সালে বাজারে আসতে পারে জিটিএ সিক্স। খবর গিজচায়না।
২০১৩ সালে জিটিএ সিক্স ফাইভ রিলিজ করা হয়। এরপর ২০২১ সালে একটি সংকলন সংস্করণ বের করা হয়। অর্থাৎ নতুন সংস্করণের মাঝে দীর্ঘ বিরতি হওয়ায় গেমপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। রকস্টার গেমটির ট্রেলার গত ডিসেম্বরে রিলিজ করে এবং ইঙ্গিত পাওয়া যায় যে ২০২৫ সালে জিটিএ সিক্স বাজারে আসবে। গেমটি প্লেস্টেশন ফাইভ ও এক্সবক্স সিরিজ এক্স/এসে খেলা যাবে। রকস্টারের প্রধান প্রতিষ্ঠান টেক-টু ইন্টারেক্টিভের সাম্প্রতিক আর্থিক বিবরণীতে ইঙ্গিত দেয়া হয় যে গেমটি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরের কোনো এক সময় বাজারে আসবে। এতদিন পর্যন্ত গেম দুনিয়া এ সূত্রের ওপর ভরসা রেখেছিল।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ভিডিও গেমস
- ভিডিও গেম