বিচার হতে হবে আন্তর্জাতিক মানের
সদ্যবিদায়ি স্বৈরাচারী হাসিনা সরকার রাষ্ট্রীয় বাহিনীকে জনগণের বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছে। শুধু জুলাই-আগস্ট অভ্যুত্থানকালেই নয়, গত ১৫ বছরে দেশে গুম, খুন ও নির্যাতনের এক বিশ্বরেকর্ড করেছেন শেখ হাসিনা। কাজেই তার মতো ফ্যাসিস্টদের বিচার করার জন্যই আন্তর্জাতিক অপরাধ (আইসিসি) প্রতিষ্ঠা করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের মতো আরও রয়েছে আন্তর্জাতিক আদালত (আইসিজে), যেখানে রাষ্ট্রকে মামলা করতে হয়। তবে এখানে বিচারের জন্য জাতিসংঘও আবেদন করতে পারে। তবে ব্যক্তিবিশেষের অপরাধ বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিই যথাযথ কর্তৃপক্ষ।
- ট্যাগ:
- মতামত
- বিচার ব্যবস্থা
- অভ্যুত্থান