দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জামিন

বিডি নিউজ ২৪ ভারত প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪২

মদ নীতি কেলেঙ্কারির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। তাতে কারামুক্ত হতে যাচ্ছেন বিনা বিচারে ছয় মাস ধরে জেলে থাকা আম আদমি পার্টির (এএপি) প্রধান।


তবে গভর্নর ভি কে সাক্সেনার অনুমতি ছাড়া কেজরিওয়াল তার অফিসে বা দিল্লির সচিবালয়ে যেতে পারবেন না এবং ফাইলে স্বাক্ষর করতে পারবেন না।


কেজরিওয়ালের দুটি আবেদনের বিষয়ে শুক্রবার সকালে পৃথক আদেশ দেন বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া এবং বিচারপতি সূর্য কান্ত।


এনডিটিভি লিখেছে, দিল্লি সরকারের মদ নীতি কেলেঙ্কারি মামলায় ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত মার্চে কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল। তারপর থেকে কারাগারে আছেন তিনি।



গত জুনে নিম্ন আদালতে তিনি জামিন পেলেও কারামুক্ত হওয়ার আগ মুহূর্তে তার জামিন আটকাতে হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি। তাদের যুক্তি শুনে দিল্লি হাই কোর্ট এক মৌখিক আদেশে কেজরিওয়ালের জামিন স্থগিত করে।


এনডিটিভি লিখেছে, পরে আদালত চত্বর থেকে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে সিবিআই। এই পদক্ষেপের বৈধতা তুলে উচ্চ আদালতে আবেদন করেছিলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও