১০০ কোটির যে রেকর্ডে রোনালদোই প্রথম
রেকর্ড গড়া যে ক্রিস্টিয়ানো রোনালদোর সবচেয়ে প্রিয় কাজ। মাঠের ফুটবলে তিনি গড়েছেন অজস্র রেকর্ড। সামাজিক মাধ্যমে তিনি এমন এক প্রথমের রেকর্ড গড়েছেন, যেখানে শুধুই আছে পর্তুগিজ ফরোয়ার্ডের নাম।
দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সারা বিশ্বে রোনালদোর রয়েছে অসংখ্য ভক্ত-সমর্থক। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সসহ জনপ্রিয় মাধ্যমগুলোতে রোনালদো কোনো পোস্ট দিলে দেখা যায় লাখ লাখ রিঅ্যাকশন। মন্তব্যও করেন অসংখ্য মানুষ। এবার সেই সামাজিক মাধ্যমে প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন। এমন অর্জনের খবর রোনালদো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত রাতে পোস্ট করেছেন। পর্তুগিজ ফরোয়ার্ড নিজের জন্মশহর মাদেইরার কথা উল্লেখ করে লিখেছেন, ‘ইতিহাস সৃষ্টি করেছি আমরা—১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! একটি সংখ্যার চেয়েও এটা বেশি কিছু। খেলার প্রতি আবেগ ও ভালোবাসা ভাগাভাগি করা ছাপিয়ে এটা বড় কিছু। মাদেইরার রাস্তা থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত সব সময় পরিবার এবং আপনাদের জন্য খেলেছি। ১০০ কোটি মানুষ এবার একত্রিত হয়েছি।’
তারকা খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সের পাশাপাশি চলতে হয় সামাজিক মাধ্যমের সঙ্গে তাল মিলিয়েও। ভালো খেললে যেমন নেটিজেনরা প্রশংসা পান, তেমনি বাজে পারফরম্যান্সে খেলোয়াড়দের দুয়োধ্বনি শুনতেও সময় লাগে না। ১০০ কোটির অনুসারী হওয়ার কৃতিত্ব ভক্ত-সমর্থকদেরও দিয়েছেন রোনালদো, ‘আমার এ যাত্রাপথের প্রত্যেক পদক্ষেপ, সব ধরনের উত্থান-পতনে আপনারা সঙ্গী হয়েছেন। এই যাত্রাটা আমাদেরই এবং একসঙ্গে দেখিয়েছি যে যা আমরা অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই। আমার ওপর বিশ্বাস রাখা ও সমর্থন দেওয়া এবং জীবনের অংশ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
- ট্যাগ:
- খেলা
- মাইলফলক
- ফলোয়ার
- ক্রিশ্চিয়ানো রোনালদো