ভারতে পালিয়ে এসে দীর্ঘদিন ধরে বন্দি, প্রতিবাদে অনশনে রোহিঙ্গারা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫২
মিয়ানমারের একশোর বেশি নারী ও শিশুসহ রোহিঙ্গা মুসলমানকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে এক শিবিরে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখার প্রতিবাদে তারা অনশন করছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
২০১৭ সালে মিয়ানমারে সামরিক বাহিনীর নেতৃত্বাধীন দমনপীড়নের পর ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে আসেন। তাদের ঘরে ফেরার আশা খুব কম। মিয়ানমারে তাদের নাগরিকত্ব ও প্রাথমিক অধিকার ব্যাপকভাবে অস্বীকার করা হয়েছে।
ভারতের আসামের মাটিয়া ট্রান্সিট শিবিরে অনশনের সঙ্গে সম্পৃক্ত এক রোহিঙ্গা বলেন, অনশনে শামিল হয়েছেন প্রায় ১০৩ জন রোহিঙ্গা মুসলিম, ৩০ জন খ্রিস্টান চীন শরণার্থী (এরাও মিয়ানমারের বাসিন্দা)। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের (ইউএনএইচসিআর) দেওয়া শরণার্থী শংসাপত্রও রয়েছে অনেকের।