চট্টগ্রাম বিভাগে বাড়তে পারে নদীর পানি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৩
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে বৃহস্পতিবার কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দেশে এবং উজানে ভারি বৃষ্টিপাতের কারণে আগামী ৩ দিন চট্টগ্রাম বিভাগের নদীর পানি দ্রুত বাড়তে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
বাংলাদেশের উজানে পাহাড়ি ঢল আর অতি ভারি বৃষ্টির কারণে গত ২০ অগাস্ট থেকে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দেয়। দ্রুতই তা ছড়িয়ে যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বন্যা
- বন্যা পরিস্থিতি
- বন্যার্ত