![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-09-12%252Fl1or1ixo%252F459362953_975998341205333_6158876909836232306_n.jpg%3Frect%3D153%252C0%252C1257%252C838%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
বড় জয়ে টি–টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশ নারী ‘এ’ দলের
প্রথম আলো
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৪
দুই ওপেনার কৌশিনি নুতিয়াঙ্গা ও নেতমি পূর্ণা শ্রীলঙ্কাকে দারুণ শুরু এনে দিলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে রানরেট বাড়তে দেননি বাংলাদেশের বোলাররা। এরপর ব্যাট হাতে জয়ের ভিত গড়ে দেন শামীমা সুলতানা। সঙ্গে সাথী রানি ও সোবহানা মোস্তারির কার্যকর ইনিংসে সহজ জয়ই পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল।
কলম্বোর পি. সারা ওভালে আজ শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে রাবেয়া খানের নেতৃত্বাধীন দলের জয়টা ৭ উইকেটের। ১১৩ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখে ছুঁয়ে ফেলেছে সফরকারীরা। এ জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা। এর আগে ৫০ ওভারের সিরিজ জিতেছে তারা।