
আবারও ৪ উইকেট সাকিবের, ৩৫০-এর মাইলফলক স্পর্শ
মাত্র একটি ম্যাচ খেলার জন্য কাউন্টি চ্যাম্পিয়নশিপে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বুঝিয়ে দিলেন, কেন একটিমাত্র ম্যাচের জন্য তাকে ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হলো। টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েট কাউন্টি গ্রাউন্ডে সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও নিলেন ৪ উইকেট।
দ্বিতীয় ইনিংসে সাকিবের উইকেটের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে। যদি শেষ উইকেটটাও তিনি নিতে পারেন। আপাতত, দুই ইনিংস মিলে ৮ উইকেট শিকার করলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সে ক্ষেত্রে জয়ের সম্ভাবনাও বেড়েছে তার দল সারের।
প্রথম ইনিংসে সাকিবের ৪ উইকেট সত্ত্বেও টম ব্যান্টনের ১৩২ রানের ওপর ভর করে সমারসেট ৩১৭ রানের স্কোর গড়েছিলো। জবাব দিতে নেমে সারেও কম যায়নি। তারা অলআউট হয়েছে ৩২১ রান। ৪ রানের লিড নিতে পেরেছে মাত্র তারা।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সমারসেট সাকিবদের বোলিং তোপের মুখে পড়ে। ১৫৩ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে বসে তারা। দিন শেষে তাদের সংগ্রহ ৯ উইকেটে ১৯৪ রান।
- ট্যাগ:
- খেলা
- কাউন্টি চ্যাম্পিয়নশিপ