![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2024September/love-1-20240911175524.jpg)
সম্পর্কে নিরাপদ বোধ করবেন যেভাবে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৬
একটি বন্ধন স্থায়ী হওয়ার জন্য সম্পর্ক বিশ্বাস, নিরাপত্তা এবং সম্মানের ভিত্তিতে তৈরি করা প্রয়োজন। যদি এই উপাদানগুলোর মধ্যে কোনো একটি অনুপস্থিত থাকে তবে সমস্যা হবেই। সম্পর্কে নিরাপদ বোধ তৈরি হতে সময় লাগে। আস্থা রাতারাতি তৈরি হয় না; এর জন্য প্রচেষ্টা, সময় এবং ধৈর্য প্রয়োজন। আপনি এক সপ্তাহ বা এক মাসের মধ্যে একটি সম্পর্কের মধ্যে নিরাপদ বোধ করার আশা করতে পারেন না।
আপনি যদি অনিরাপদ বোধ করেন এবং সেভাবেই থাকেন, তাহলে ভবিষ্যতে তা সম্পর্কের জন্য আরও খারাপ হতে পারে। নিরাপত্তাহীনতা সব সময় তৃতীয় ব্যক্তির কারণে আসে না, এটি আরও অনেক কারণেই ঘটতে পারে। হতে পারে তা সঙ্গীর দিক থেকে কোনো আচরণ কিংবা নিজের ভেতরে থাকা হীনমন্যতার কারণে। তবে এই সমস্যা থেকে বের হওয়ার উপায়ও রয়েছে-