চোখ জ্বালাপোড়ায় ভুগছেন, চোখের ফ্লু হয়নি তো?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৬
বর্ষা মৌসুমে কনজেক্টিভাইটিসের ঝুঁকি বাড়ে। এক্ষেত্রে চোখ দিয়ে পানি পড়া, চোখে চুলকানি, চোখ জ্বালাপোড়ার মতো লক্ষণ দেখা দেয়। জানলে অবাক হবেন, এই লক্ষণগুলো চোখের ফ্লুরও ইঙ্গিত দেয়।
চোখের ফ্লুর প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে অন্যতম হলো আক্রান্ত চোখ লাল হয় ও জ্বালাপোড়া করে। চোখ লাল হয়ে যাওয়া ও ক্রমাগত চুলকানি বা জ্বলন্ত অনুভূতি হতে পারে কনজেক্টিভাইটিসের লক্ষণ। একে পিংক আইজ বা গোলাপি চোখও বলা হয়।