বিড়ালের ওজন যখন ১৭ কেজি

www.kalbela.com রাশিয়া প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০

একটি বিড়ালের ওজন ১৭ কেজি! এর আগে এমন বৃহদাকৃতির বিড়াল কেউ কখনো দেখেনি। সম্প্রতি রাশিয়ার একটি হাসপাতালের বেসমেন্ট থেকে বিড়ালটিকে উদ্ধার করা হয়েছে। এরপর একে কঠোর ডায়েটে রাখা হয়েছে।


দ্য ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, মালিক বিড়ালটিকে পরিত্যাগ করার পর পার্ম সিটির একটি হাসপাতালের বেসমেন্টে থাকছিল সেটি। এরপর ক্রুম্বস নামে ওই বিড়ালটিকে বিস্কুট ও স্যুপ খেতে দিচ্ছিলেন কর্মচারীরা। ওই খাবার পুষ্টি-মানে সমৃদ্ধ, যে কারণে তার ওজন বেড়ে গেছিল। ওজন বাড়তে বাড়তে এক পর্যায়ে সেটি হাঁটাচলায় অক্ষম হয়ে পড়ে।


পরে কর্মচারীরা বিড়ালটিকে একটি ক্লিনিকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যান। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে প্রাণিটিকে শেলটারে রেখে ডায়েটে রাখার এবং ট্রেডমিলে হাঁটানোর সিদ্ধান্ত দিয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও