You have reached your daily news limit

Please log in to continue


বিতর্কিত সেই পেনাল্টি নিয়ে যা বললেন আর্জেন্টিনার কোচ

পেনাল্টি ঠেকানোতে এমিলিয়ানো মার্তিনেজ খ্যাতি পেয়েছেন আগেই। কলম্বিয়ার বিপক্ষেই তিন পেনাল্টি ঠেকিয়ে তার উত্থান। বুধবারের ম্যাচে অবশ্য তেমন কিছু হয়নি। হামেস রদ্রিগেজের পেনাল্টি রিড করতেই ভুল করেছিলেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। হামেসের শক্তিশালী পেনাল্টি আশ্রয় নেয় জালে। তাতেই আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে লিড কলম্বিয়া। 

২-১ গোলের সেই লিড ম্যাচের শেষ পর্যন্ত ধরে রেখেছিল স্বাগতিকরা। এই ম্যাচের মধ্য দিয়েই কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের প্রতিশোধটাও যেন তুলল হামেস রদ্রিগেজরা। তবে জয়ের দিনে কিছুটা বিতর্কের কালিমাও যুক্ত হয়েছে কলম্বিয়ার কপালে। জয়সূচক গোলের পেনাল্টি নিয়ে আছে নানান প্রশ্ন। কলম্বিয়ার পক্ষে অনৈতিকভাবে রেফারি বাঁশি বাজিয়েছেন এমনই অভিযোগ আর্জেন্টিনা কোচ স্কালোনির। 

কলম্বিয়ার এই পেনাল্টি পাওয়া নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কিও হয়েছে একদফা। নিকোলাস ওতামেন্দি নিজেদের বক্সে দানিয়েল মুনোজকে ট্যাকেল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। ভিএআরের সিদ্ধান্তে আসা পেনাল্টি থেকে গোল আদায় করেন হামেস রদ্রিগেজ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন