![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-09-09%252F0xhlig13%252F250A0501.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
আনারসের কেক বানাবেন যেভাবে
প্রথম আলো
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৬
আনারস চকলেট কেক
উপকরণ
আনারস গোল করে কাটা ৬-৭টি, কুচি করা আনারস ১ টেবিল চামচ, চেরি ৪টি কাটা, বাদামি চিনি ৫০ গ্রাম, গলানো মাখন ২০০ গ্রাম, গুঁড়া চিনি ২০০ গ্রাম, ডিম ২০০ গ্রাম, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, ময়দা ২০০ গ্রাম, চকলেট পাউডার ৫০ গ্রাম, বেকিং পাউডার ২ চা-চামচ।
- ট্যাগ:
- লাইফ
- কেক
- কেক রেসিপি