You have reached your daily news limit

Please log in to continue


শহরের আলোর কারণে বাড়তে পারে আলঝেইমারের ঝুঁকি

বাংলা চলচ্চিত্রের সেই বিখ্যাত গানের কথা নিশ্চয়ই মনে আছে, ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে/ লাল-লাল, নীল-নীল বাতি দেইখা নয়ন জুড়াইছে।’ শহরের ঝলমলে আলোর কারণে আলঝেইমারের মতো রোগের ঝুঁকি বাড়তে পারে বলে যুক্তরাষ্ট্রের রাশ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের এক গবেষণায় জানা গেছে। যুক্তরাষ্ট্রের ৪৮টি অঙ্গরাজ্যের আলোর দূষণ পর্যালোচনা করে গবেষকেরা জানিয়েছেন, রাস্তার আলোসহ শহরের বিভিন্ন জায়গায় যে নিয়ন আলো ব্যবহার করা হয়, তার কারণে আলঝেইমার রোগের ঝুঁকি বাড়তে পারে। এ ক্ষেত্রে ৬৫ বছরের কম বয়সীরা বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।

আলঝেইমার হলো মানুষের মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ। এ রোগের কারণেই মানুষের সাময়িকভাবে স্মৃতিলোপ পায়, যা স্বাভাবিক কর্মক্ষমতার ব্যাঘাত ঘটায়। উচ্চ রক্তচাপ ও স্থূলত্বের কারণে আলঝেইমারের ঝুঁকি বাড়ে। গবেষকেরা বিভিন্ন শহরের বাসিন্দাদের মধ্যে এসব কারণের উপস্থিতি পর্যবেক্ষণের জন্য মেডিকেল তথ্য বিশ্লেষণ করেন। বিশ্লেষণে দেখা গেছে, ঘরের বাইরের রাতের আলো আলঝেইমার রোগের বিস্তারে ভূমিকা রাখে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন