দেশে উপেক্ষিত নির্মাতা বানালেন জার্মান সিনেমা

www.ajkerpatrika.com প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৬

সিনেমা বানানোর জন্য প্রযোজনা প্রতিষ্ঠানসহ নানাজনের পেছনে ছুটেও কোনো লাভ হয়নি নির্মাতা আব্দুল্লাহ আল ফাহিমের। কেউ ভরসা করতে পারছিলেন না, আবার কেউ সিনেমা বানানোর বাজেট দিতে রাজি নন। অভিনয়শিল্পীদের কাছেও গুরুত্ব পাচ্ছিলেন না। সব মিলিয়ে একবুক অভিমান নিয়ে দেড় বছর আগে সিনেমা নিয়ে পড়াশোনা করতে ইতালিতে পাড়ি জমান তিনি। সেখানে যাওয়ার পর বদলে যায় দৃশ্যপট। দেশে যে নির্মাতা ছিলেন উপেক্ষিত, তিনিই বানিয়ে ফেললেন জার্মান ভাষার সিনেমা। নাম ‘কিলার’। সিনেমাটি জার্মান ভাষার পাশাপাশি দেখা যাবে ইংরেজি ভাষায়।


বাংলাদেশে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য ও ফিকশন নির্মাণ করেছেন আব্দুল্লাহ আল ফাহিম। তবে ইতালি গিয়ে নিজের নামের আগে যোগ করেছেন জন। জানালেন, সেখানকার সংস্কৃতি ও মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার জন্যই এটা করেছেন তিনি। জন আব্দুল্লাহ আল ফাহিম নামেই নির্মাণ করেছেন প্রথম সিনেমা কিলার। সিনেমায় কাজ করেছেন ২৯ দেশের শিল্পী-কলাকুশলী। নির্মাতা জানালেন, শিগগির বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে কিলার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও