এ সপ্তাহেই বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক আলোচনা শুরু করছে যুক্তরাষ্ট্র: ফাইন্যান্সিয়াল টাইমস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্র এ সপ্তাহেই অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে বলে খবর দিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।
যুক্তরাষ্ট্রের অ্যাসিসট্যান্ট ট্রেজারি সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানকে উদ্ধৃত করে মঙ্গলবার পত্রিকাটি লিখেছে, "প্রয়োজনীয় সংস্কার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে এবং অব্যাহত প্রবৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য একটি ভিত্তি তৈরি করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী।”