You have reached your daily news limit

Please log in to continue


থামছেই না শ্রমিক বিক্ষোভ, আশুলিয়ায় বন্ধ ৭৯ পোশাক কারখানা

নানা উদ্যোগেও থামানো যাচ্ছে না আশুলিয়ার শ্রমিক অসন্তোষ। বিক্ষোভের মুখে গতকাল সোমবারও অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি দিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৭৯টি কারখানা বন্ধ ছিল। তবে অন্য কারখানাগুলোয় উৎপাদন অব্যাহত রয়েছে।

গতকাল সহিংসতার ঘটনা না ঘটলেও আগের দিন সন্ধ্যায় ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা এলাকার ইউফোরিয়া অ্যাপারেলস কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা র‍্যাবের একটি গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ ছাড়া সেনাবাহিনীর একটি গাড়িতেও ইটপাটকেল ছোড়া হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার কারখানাটির শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। ওই দিন বিকেলে বেতন না পেলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকদের তোপের মুখে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‍্যাব ৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, ‘যারা দুষ্কৃতকারী ছিল, তারা আমাদের র‍্যাবের একটি গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে আমরা আগুন নেভাতে সমর্থ হই। তারা সেনাবাহিনীর একটি গাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করে। আমাদের বেশ কয়েকজন সদস্য সামান্য আহত হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন