এমপক্স প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ
এমপক্স হলো অরথোপক্স ভাইরাস গোষ্ঠীর অন্তর্গত একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা আগে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল। ডেনমার্কে গবেষণার জন্য নিয়ে আসা বানরের মধ্যে প্রথমবার ভাইরাসটি ধরা পড়ে। পরবর্তী সময়ে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হয় এবং বর্তমানে এটি মানুষ থেকে মানুষেও ছড়ায়। শুরুর দিকে এমপক্স মূলত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোসহ কিছু আফ্রিকান দেশেই সীমাবদ্ধ ছিল।
ভাইরাসের ধরন: এমপক্স ভাইরাস দুটি প্রধান ক্লেডে বিভক্ত। ক্লেড ১ ও ক্লেড ২। ক্লেড ১ সাধারণত মধ্য আফ্রিকার দেশগুলোয় পাওয়া যায় এবং এর মৃত্যুহার তুলনামূলক বেশি। ক্লেড ২ পশ্চিম আফ্রিকার দেশগুলোয় দেখা যায় এবং এটি দ্রুত ছড়ায়, তবে এর মৃত্যুহার কম। ২০২২ সালে ক্লেড ২বি দ্বারা একটি বৈশ্বিক প্রাদুর্ভাব ঘটে, যার মধ্যে ভারতে ৩০ জন রোগী শনাক্ত হয়। বর্তমানে আফ্রিকায় ক্লেড ১বি-এর প্রাদুর্ভাব চলছে, কিন্তু বাংলাদেশ বা ভারতে এখন পর্যন্ত কোনো সুনিশ্চিত বা সন্দেহজনক ঘটনা পাওয়া যায়নি।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- এমপক্স রোগী