You have reached your daily news limit

Please log in to continue


শব্দের আড়ালে গল্প: ষোলোকলা

বাংলা ভাষায় ষোলোআনার মতোই সুপরিচিত একটি শব্দ হলো ষোলোকলা। সাধারণত পরিস্থিতির প্রসঙ্গভেদে কোনো ব্যক্তি বা বিষয়ের ক্ষেত্রে পরিপূর্ণতা বা অধঃপতনের সামগ্রিক ভাব প্রকাশে আমরা ষোলোকলা শব্দটির প্রয়োগ করি। কিন্তু সাধারণভাবে মনে হতে পারে, এই ষোলো জাতের কলা আবার কী কী?

অথবা এই ষোলোকলা পরিপূর্ণ হলে প্রয়োগভেদে শব্দটি ইতিবাচক এবং নেতিবাচক উভয় অর্থে কীভাবে প্রযুক্ত হয়? আমরা কি জানি এই ষোলোকলার গূঢ় কথা কী? তবে প্রথমেই বলে রাখি, এই কলা ভক্ষণযোগ্য কোনো কলা নয়। এর সূত্র ধরে চলুন আজ উন্মোচন করি ষোলোকলার ষোলোআনা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন