লিভার অসুস্থতার ৫ লক্ষণ

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫০

কিছু প্রাথমিক লক্ষণ দেখে বোঝা যেতে পারে, লিভারে সমস্যা দেখা দিয়েছে। ক্ষতি কমিয়ে আনার জন্য প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। 


ঘন ঘন হজমে সমস্যা ও ক্লান্তি


ঘন ঘন হজমে সমস্যা লিভারের রোগের লক্ষণ হতে পারে। অস্বস্তি দূর না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি ক্লান্তি প্রতিদিনের কাজে সমস্যা সৃষ্টি করে এবং দিন দিন ক্লান্তির মাত্রা বাড়তে থাকে, তাহলে অবশ্যই লিভার চেকআপ করিয়ে নেওয়া উচিত। এ ছাড়া ঘন ঘন বমি ভাবের মতো অস্বস্তি হওয়াও লিভারের জন্য উদ্বেগজনক লক্ষণ। 



পেটব্যথা ও ক্ষুধামান্দ্য 


যদি পেটের ওপরের অংশে ব্যথা থাকে এবং তা ডান কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়ে, তাহলে এটি লিভার ক্যানসারের দিকে চলে যেতে পারে। ক্ষুধামান্দ্য বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু যদি পরপর কয়েক দিন খুব কম খাওয়া হয়, সে ক্ষেত্রে লিভার সিরোসিসের আশঙ্কা থাকা অসম্ভব নয়। হেপাটাইটিস বা দীর্ঘস্থায়ী লিভারের রোগের কারণে অকার্যকর লিভার রক্তে বর্জ্য তৈরি করে। ফলে শ্বাসে দুর্গন্ধ হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও