মাঙ্কিপক্সের বিস্তার রোধে কিছু বিষয় মেনে চলা জরুরি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৫

মাঙ্কিপক্স বা এমপক্স হলো মাঙ্কিপক্স ভাইরাসঘটিত এক বিশেষ ধরনের সংক্রামক বসন্ত রোগ। মাঙ্কিপক্স ভাইরাস একটি ডিএনএ (ডাবল স্ট্র্যান্ডেড) জুনোটিক বা প্রাণীজাত ভাইরাস, যা প্রাথমিকভাবে প্রাণী থেকে মানবদেহে সংক্রমণ ঘটিয়ে থাকে। বিশেষ করে ইঁদুরের মতো ছোট স্তন্যপায়ী প্রাণীর মাধ্যমে এই ভাইরাস দ্রুত বিস্তৃত হয়। তবে মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও মানবদেহে সংক্রমণের আশঙ্কা থাকে। শ্বাসনালি, শরীরের কোনো ক্ষত, নাক কিংবা চোখের মাধ্যমে এই ভাইরাস মানবদেহে প্রবেশ করে। এমনকি আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক থেকেও সুস্থদেহে এই ভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।


এটি পক্সভিরিডি পরিবারের অর্থোপক্সভাইরাস গণের অন্তর্গত। এই গণের অন্যান্য সদস্য হলো মানুষের গুটিবসন্ত সৃষ্টিকারী ভ্যারিওলা ভাইরাস, গোবসন্ত সৃষ্টিকারী কাউপক্স ভাইরাস, গুটিবসন্তের ভ্যাকসিন উৎপন্নকারী ভ্যাকসিনিয়া ভাইরাস প্রভৃতি। মাঙ্কিপক্স ভাইরাসের রয়েছে দুটো উপপ্রজাতি। একটি হচ্ছে মধ্য আফ্রিকা ক্লেড—এ উপপ্রজাতি দ্বারা আক্রান্তে মৃত্যুহার ১০% পর্যন্ত হতে পারে। আরেকটি উপপ্রজাতি হচ্ছে পশ্চিম আফ্রিকা ক্লেড—এ উপপ্রজাতি দ্বারা আক্রমণে মৃত্যুর ঘটনা তেমন দেখা যায়নি। অন্যদিকে সমজাতীয় রোগ গুটিবসন্ত পৃথিবী থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে এবং জলবসন্তে মৃত্যুহার নগণ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও