মোদিকে কী বার্তা দিতে চাইলেন আরএসএস প্রধান
প্রথম আলো
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৯
ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছেন, কারও মধ্যে ঈশ্বর রয়েছে কি না, তা জনতাই বিচার করে। নিজেকে কখনো ঈশ্বর ঘোষণা করা যায় না।
গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করে মোহন ভাগবত বলেন, ‘কেউ ঈশ্বরতুল্য কি না, মানুষই তা ঠিক করে। আমাদের এ কথা বলা ঠিক নয় যে আমি ভগবান হয়ে গেছি।’ তিনি বলেন, ‘কেউ কেউ মনে করেন, চুপচাপ জীবন অতিবাহিত না করে আমাদের বিদ্যুতের মতো ঝলসে ওঠা উচিত। সেটা ঠিক নয়। বিদ্যুতের ঝলকানির পর অন্ধকার আরও গভীর হয়ে ওঠে। আমাদের তাই উচিত প্রদীপের মতো জ্বলা। কখনো বেশি আলো ছড়াবে, কখনো স্তিমিত থাকবে।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে