৪৫ সংস্থায় গেছে ১ লাখ ৬১ হাজার একর বনভূমি

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০

আইনি সুরক্ষা থাকলেও গত তিন দশকে ৪৫টি সরকারি সংস্থাকে ১ লাখ ৬১ হাজার একর বনভূমি বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ পেয়েছে বেসরকারি সংস্থা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রভাবশালী ব্যক্তিরাও। পাশাপাশি উজাড় করে দখল হয়েছে বনভূমি।


বন বিভাগের তথ্যমতে, বেদখল হওয়া বনভূমির পরিমাণ ২ লাখ ৫৭ হাজার একর। পাশাপাশি ২০১৭ সালে মিয়ানমার থেকে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিতে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ হাজার একর বনভূমি। বরাদ্দ-দখলে দিন দিন কমছে বনভূমি। এতে আবাস হারিয়েছে বন্য প্রাণী। ক্ষতিগ্রস্ত হয়েছে জীববৈচিত্র্য ও বনের সামগ্রিক বাস্তুতন্ত্র।




পরিবেশবাদীরা বলছেন, এভাবে চললে দুই-এক দশকে দেশ বনশূন্য হয়ে পড়বে। জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, আইনি সুরক্ষা থাকা সত্ত্বেও বনভূমি বরাদ্দ পাওয়া এখন সহজলভ্য। সরকারের উচ্চপর্যায়ে যাঁরা রয়েছেন তাঁরা বনরক্ষার গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হচ্ছেন। তিনি বলেন, ‘আমাদের আইনের কোনো কমতি নেই। বনভূমি রক্ষা করতে হলে নীতিনির্ধারণী পর্যায়ে মানসিকতার পরিবর্তন আনতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও