You have reached your daily news limit

Please log in to continue


৩০ লাখ টাকায় ইতালি যাত্রা, চার মাস ধরে নিখোঁজ দুই ভাই

সাত মাস আগের কথা। ইতালিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন দুই ভাই মিলন মুন্সি (৩৫) ও আল-আমিন মুন্সি (৩২)। তবে তাদের এ যাত্রা ছিল অবৈধভাবে দালালের মাধ্যমে। এরপর থেকেই তারা নিখোঁজ। প্রথম দিকে পরিবারের সঙ্গে যোগাযোগ থাকলেও চার মাস ধরে কোনো যোগাযোগ নেই দুই ভাইয়ের। এদিকে খবর এসেছে যে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে তারা মারা গেছেন। সেই সংবাদের পর থেকে পরিবারে চলছে শোকের মাতম।

বুধবার (৪ সেপ্টেম্বর) তাদের বাড়ি গিয়ে জানা যায়, সিরাজ মুন্সির দুই ছেলে মিলন ও আল-আমিন এবং এক মেয়ে লিপি বেগম। বোনের বিয়ে হয়ে গেছে। মিলন ও আল-আমিনও বিয়ে করেছেন। তাদের দুজনের ঘরেই ছেলে সন্তান আছে। বাবা সিরাজ অসুস্থ, তাই কোনো কাজ করতে পারেন না। অভাবের সংসারে এই দুই ছেলেই ছিল ভরসা।

নিখোঁজদের পরিবার জানায়, এই সুযোগকে কাজে লাগান ডাসারের গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর। তিনি একজন দালাল। ইতালি নেওয়ার প্রলোভন দেখান মিলন ও আল-আমিনকে। তার প্রলোভন পড়ে জমি বিক্রি করে, ধান বিক্রি করে, আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধার করে ও বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে ৩০ লাখ টাকা তুলে দেন ফরহাদ মাতুব্বরের হাতে।

এরপর মার্চ মাসে ভাগ্যের চাকা ঘুরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালির উদ্দেশ্যে রওয়ানা দেন দুই ভাই। মাঝপথে লিবিয়া গিয়ে অবস্থান করেন। পরে ২৭ এপ্রিল লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় অর্ধশত মানুষের সঙ্গে ইতালিদের উদ্দেশ্যে যাত্রা করেন। এরপর থেকে তাদের আর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। প্রায় চার মাস ধরে সন্ধান পায়নি পরিবার। বার বার ফরহাদ মাতুব্বরের কাছে গিয়েও সঠিক তথ্য জানতে পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন