হানিয়া হত্যাকাণ্ডে ইরানের প্রতিক্রিয়া হবে ‘আশ্চর্যজনক’

যুগান্তর ইরান প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৯

হামাসপ্রধান ইসমাইল হানিয়ার হত্যার জবাব কবে কখন দেবে ইরান, এ নিয়ে জল্পনা রয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। বিভিন্ন উত্তেজনাপূর্ণ হুমকির মধ্যে মাস পেরিয়ে গেছে। তবে এখনও বদলা নেয়নি ইরান।  


তবে ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কুদস ফোর্সের অপারেশন্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন চিজারি বলেছেন, ইরান নির্দিষ্ট সময়ে হানিয়াহ হত্যার জবাব দেবে। এ জন্য তারা ব্যতিক্রমী এবং আশ্চর্যজনক পদক্ষেপ নিবে।


বুধবার রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে যুক্ত একটি সংবাদমাধ্যমের সাথে সাক্ষাত্কারে এই মন্তব্য করেন তিনি।



সূত্র বলছে, হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান দেরি করছে কৌশলগত কারণে। তবে লেবাননে ইরানপন্থি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাদের শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরাইলে হামলা চালিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও