You have reached your daily news limit

Please log in to continue


আমাকে হারানো এত সহজ না : অহনা

ছোট পর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। সম্প্রতি তার অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’, ‘পুত্রবধূ’সহ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে। সেগুলোর শ্যুটিং শেষ করে এখন নিজেকে সময় দিচ্ছেন অভিনেত্রী।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অহনা জানান, এখনকার সময়ের দর্শকের রুচির পরিবর্তন এসেছে। তিনি মনে করেন, গল্পে পরিবর্তন আনতে হবে, কারণ দর্শক গল্পে সমসাময়িক বিষয়গুলো দেখতে চায়। অহনার কথায়, 'দর্শক নিজেদের সম্পৃক্ত মনে করতে পারেন, এমন গল্প এখন বেশি হওয়া দরকার। ইতোমধ্যে যে গল্পগুলোতে অভিনয় করেছি, সেখানে দেশের পরিবর্তনের একটা ছাপ আছে।'

এদিকে শোবিজের সিন্ডিকেট অভিনেত্রীকে হতাশ করে। তার কথায়, 'অভিনয়ে ফেরার পর সিন্ডিকেট ভালো করে বুঝেছি। বুঝতে পেরেছি, আমাদের মিডিয়া আর আগের মতো নেই। সিন্ডিকেটে থাকলে হয়তো হারিয়ে যেতাম। আমি হারাইনি। বরং সিন্ডিকেটে না গিয়ে আমি নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করতে পেরেছি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন