বন্যায় মাছ-কৃষিতে ব্যাপক ক্ষতি, পুনর্বাসনের চেষ্টায় সরকার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২

এবার স্মরণকালের ভয়াবহ বন্যা দেখেছে ফেনী, নোয়াখালীসহ দেশের পূর্বাঞ্চলের চার জেলা। কমবেশি মোট আক্রান্ত জেলা ২৭টি। পানি নামার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে দগদগে ক্ষত। জানমালের পাশাপাশি বড় ক্ষতি হয়েছে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ খাতের, যা টাকার অংকে সাড়ে পাঁচ হাজার কোটিরও বেশি।


বন্যা পরবর্তীসময়ে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পূর্বাঞ্চলের জেলাগুলোতে মাঠে থাকা আমন ধান, শাক-সবজি, আদা হলুদ, আখ, পানসহ মাঠে থাকা ফসল, মাছের ঘের, গরু-ছাগল ও পোল্ট্রির খামারগুলো ভেসে গেছে। তবে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ খাতে পুনর্বাসনের চেষ্টা করছে নতুন সরকার।



ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার হবিগঞ্জসহ আরও কয়েক জেলায় বন্যায় আমন ধানের বীজতলার মধ্যে অধিকাংশ আক্রান্ত হয়েছে। পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক-চতুর্থাংশ ধান।


কৃষি বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত এ ক্ষতি কাটিয়ে উঠতে না পারলে খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে। এজন্য ধানের চারা, মাছের পোনাসহ সার, বীজ ও কীটনাশক নিশ্চিতের তাগিদ দিয়েছেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও