স্মার্টফোনে সার্কেল টু সার্চ সুবিধা ব্যবহার করবেন যেভাবে
সম্প্রতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে তথ্য খোঁজার নতুন সুবিধা সার্কেল টু সার্চ যুক্ত করছে গুগল। এ সুবিধা চালু করে ফোনের পর্দায় যেকোনো লেখা বা ভিডিওতে সার্কেল, হাইলাইট বা ট্যাপ করলে সে বিষয়ে গুগল সার্চের ফলাফল স্বয়ংক্রিয়ভাবে দেখা যায়। ফলে ফোনে কোনো লেখা পড়া বা ভিডিও দেখার সময় ব্যবহারকারীরা সহজেই সে বিষয়ে খুব সহজেই বিস্তারিত তথ্য জানতে পারেন। সার্কেল টু সার্চ সুবিধা ব্যবহারের কৌশল দেখে নেওয়া যাক।
সার্কেল টু সার্চ সুবিধা চালুর জন্য প্রথমেই ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালনাগাদ সংস্করণ ইনস্টল করতে হবে। এরপর ফোনের নিচের মাঝখানে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখলে পর্দার ওপর গুগল শিরোনামে একটি অস্বচ্ছ পপআপ দেখা যাবে। এবার ব্যবহারকারীরা যে কোনো লেখা বা ভিডিওর নির্দিষ্ট অংশ সার্কেল, হাইলাইট বা ট্যাপ করলেই পপআপে সে বিষয়ে গুগলের প্রাসঙ্গিক ফলাফল দেখা যাবে। ফোনের হোমস্ক্রিন, ব্রাউজার বা যেকোনো অ্যাপ ব্যবহারের সময় এ সুবিধা ব্যবহার করা যাবে।