১২৩ বছরের বুড়ো, ৬ স্ত্রীর ১০ হাজার বাচ্চা!

যুগান্তর প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৩

বিশ্বের প্রাচীনতম কুমির হিসেবে ভাবা হচ্ছে ১২৩ বছর বয়সি ৭০০ কেজি ওজনের এক কুমিরকে। হেনরি নামে কুমিরটির আকার প্রায় ১৬ ফুটের। গত ১২৩ বছর বয়সে তার ছয়টি স্ত্রীর গর্ভের ১০ হাজারটিরও বেশি বাচ্চার জন্ম দিয়েছে কুমিরটি।


বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হেনরির জন্ম বতসোয়ানার ওকাভাঙ্গো ডেল্টায়। যেটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। সেখানে ১৯০০ সালের ১৬ ডিসেম্বরে তারিখে জন্মগ্রহণ করেছিলেন হেনরি। বর্তমানে গত তিন দশক ধরে দক্ষিণ আফ্রিকার একটি সংরক্ষণ কেন্দ্রে রয়েছে কুমিরটির। প্রতিদিন তাকে দেখতে ভিড় করেন বহু দর্শণার্থী।


ভয়াবহ আকৃতির দাঁত এবং বিশালাকার শীররের হেনরিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবন্ত কুমির। যার দৈর্ঘ্য প্রায় একটি মিনিবাসের সাথে মিলে যায়। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে