জাতির কাছে ক্ষমা চাইলেন পাকিস্তান অধিনায়ক
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৫
দুই টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাইয়ের পর জাতির কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। টাইগারদের কাছে এমন হারে চরম হতাশ হয়েছেন তিনি। পাকিস্তানের খেলায় উন্নতি করার আরো অনেক কিছু বাকি আছে, সেটিও স্বীকার করেছেন মাসুদ।
এই হার থেকে শিক্ষা নিতে চায় পাকিস্তান। সামনের দিতে অতিদ্রুত দেশের ক্রিকেট উন্নতি করার জন্য কাজে মনোযোগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন মাসুদ।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, ‘আমরা জাতির কাছে ক্ষমা চাইছি। আমাদের সাধারণ লক্ষ্য হওয়া উচিত পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য কাজ করা।’
সিরিজ হারের কারণ হিসেবে মাসুদ অভিজ্ঞ ক্রিকেটারের অভাবের কথাও বলেছেন। তিনি বলেন, ‘টেস্ট ফরম্যাটে আমাদের আরো অভিজ্ঞ খেলোয়াড় দরকার। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে, নির্বাচকরা এবং আমরা সকলেই একাদশ ও নির্বাচকদের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি।’
- ট্যাগ:
- খেলা
- টেস্ট সিরিজ
- ক্ষমা চাইলেন
- হোয়াইটওয়াশ