![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-06%252F04da88ee-e8b6-460d-a187-074193f49aa4%252FIran_says.jpg%3Frect%3D0%252C95%252C4500%252C3000%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
ইরানে চলতি বছরে ৪০০ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে চলতি বছরে ৪০০ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে গত আগস্ট মাসেই অন্তত ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে জুলাই মাসে ৪৫ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
জাতিসংঘের ১১ জন মানবাধিকার বিশেষজ্ঞকে নিয়ে গঠিত একটি স্বাধীন দল গত সোমবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে।
চলতি বছরে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে ১৫ জন নারী রয়েছেন উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয়, ‘(ইরান) মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় আমরা উদ্বিগ্ন।’
জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, গত মাসে যাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাঁদের মধ্যে ৪১ জনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অভিযোগে আনা হয়েছিল।