বসতঘর নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে আশ্রয়কেন্দ্রে

প্রথম আলো নোয়াখালী প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৩

১২ দিন ধরে আশ্রয়কেন্দ্রে দিন কাটছে শাহেদা আক্তারের (৩০)। সঙ্গে আছে এক ছেলে ও দুই মেয়ে। বন্যার পানি খানিক কমেছে, তাই গতকাল সোমবার সকালে বাড়িতে গিয়ে ঘুরে এসেছেন। কিন্তু বাড়িতে গিয়ে মন খারাপ হয়ে যায় তাঁর। রাজ্যের চিন্তা ভর করে মাথায়। বন্যার পানিতে একচালা টিনের বসতঘরটি হেলে পড়েছে। যেকোনো সময় ভেঙে পড়বে। আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরে কোথায় থাকবেন, সেই চিন্তায় ঘুম হারাম শাহেদা আক্তারের মতো অনেক পরিবারের।


নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন বন্যাকবলিত ২০০ পরিবারের কমপক্ষে ৬০০ মানুষ। পানি কিছুটা কমার কারণে তাঁদের কেউ কেউ বাড়ি ফিরছেন ঠিকই, কিন্তু সেখানে গিয়ে আরও বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেক পরিবারের কাঁচা ঘর ও টিনশেড ঘর নষ্ট হয়ে গেছে। ঘরের ভিটেতে পা রাখা যায় না। ডুবে যায় কাদার ভেতর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও