You have reached your daily news limit

Please log in to continue


ভোর থেকে শুরু হওয়া মুষলধারের বৃষ্টিতে ঢাকার অনেক রাস্তায় পানি

রাজধানীতে আজ মঙ্গলবার ভোর পাঁচটার পর থেকে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। থেমে থেমে অঝোরধারায় বৃষ্টি চলে সকাল সাড়ে ৭টা পর্যন্ত। প্রায় আড়াই ঘণ্টার এই বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকার রাস্তায় কোথাও জমেছে হাঁটুপানি। কোথাও কোমরসমান পানি।

সকালে কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে যাঁরা রাস্তায় বের হয়েছেন তাঁদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে। সকাল ৭টার দিকে গ্রিন রোডে সিএনজিচালিত কয়েকটি অটোরিকশা পানিতে আটকে থাকতে দেখা যায়। কারওয়ান বাজারে রিকশার আসন পর্যন্ত পানি উঠতে দেখা গেছে।

এ ছাড়া আদাবর, নূরজাহান রোড, ধানমন্ডি, কলাবাগানের বশিরউদ্দিন রোড, কাঁঠালবাগান,  শেওড়াপাড়া, মালিবাগ, পশ্চিম তেজতুরী বাজার, বংশাল, বকশীবাজার, সাতরাস্তা, তেজগাঁও, তেজকুনিপাড়াসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে।

কাজী নজরুল ইসলাম এভিনিউতে মূল সড়কের একাংশ পানিতে ডুবে থাকতে দেখা গেছে। ফলে গাড়িগুলোকে রাস্তার একপাশ দিয়ে চলতে দেখা গেছে। এতে যানজট হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন