![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-09-02%252Fsceuhpmy%252Fprothomalo_teacher.png%3Frect%3D11%252C0%252C1179%252C786%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
শিক্ষাগুরুর মর্যাদা ও নতুন বাস্তবতায় পাঠদান
ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ। যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিল, সেই ছাত্ররা এখনো রাজপথে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। ফলে এসব শিক্ষাপ্রতিষ্ঠান এখন অভিভাবকহীন।
কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, সহ–উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় তেমন পরিবর্তন না হলেও সেখানে খুব একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে না।
বাস্তবতা হলো, গত পবিত্র ঈদুল আজহার পর থেকে দেশের পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস হচ্ছে না। প্রথমে ছিল শিক্ষকদের ধর্মঘট; শেখ হাসিনা সরকার তাতে খুব একটা পাত্তা দেয়নি এবং তারপর শুরু হয় কোটাবিরোধী আন্দোলন। এরপর তো ইতিহাস।
- ট্যাগ:
- মতামত
- পদত্যাগ
- বিশেষ পাঠদান