ব্যাটারির আয়ু বাড়াবে সহজ এক চার্জিং কৌশল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৬
ব্যাটারির কার্যকারিতা নাটকীয়ভাবে বাড়ানোর সহজ এক পদ্ধতি খুঁজে পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা।
বিভিন্ন ফোন থেকে শুরু করে বিদ্যুচ্চালিত গাড়িতে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারি সাধারণত এর উৎপাদনের পরপরই দ্রুত চার্জ করা হয়। এই প্রথম চার্জ দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ এর থেকেই নির্ধারিত হয়, ব্যাটারি কতক্ষণ পর্যন্ত সক্রিয় থাকবে ও এর আয়ু কবে নাগাদ শেষ হবে।
গবেষকরা এখন খুঁজে পেয়েছেন, এ প্রথম চার্জ দেওয়ার সময় অত্যন্ত উচ্চমাত্রার কারেন্ট ব্যবহার করলে এতে ব্যাটারির কার্যকারিতায় নাটকীয় পরিবর্তন দেখা যায়।