You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের শিল্প ও ব্যবসা খাত : যা করণীয়

বাংলাদেশের অর্থনীতিতে শিল্প ও ব্যবসা খাতের গুরুত্ব তিনদিক থেকে বোঝা যায়—জাতীয় আয়ে এর গুরুত্ব, কর্ম নিয়োজনে এর অবদান এবং রপ্তানি আয়ে এর ভূমিকা। বাংলাদেশের জাতীয় আয়ের প্রায় ৩৮ শতাংশ আসে শিল্পখাত থেকে।

বলা প্রয়োজন যে, সময়ের সঙ্গে সঙ্গে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান উত্তরোত্তর বেড়েছে। বাংলাদেশের অর্থনীতিতে যতজন মানুষ কাজ করেন, তার প্রতি চারজনের একজন নিয়োজিত শিল্পখাতে। ২০২৩ সালে পোশাক খাতের রপ্তানি থেকে বাংলাদেশে প্রায় ৪৭ বিলিয়ন ডলার আয় করেছে। বাংলাদেশের জাতীয় আয়ে সেবাখাতের অংশ প্রায় ৫৩ শতাংশ এবং এ অর্থনীতিতে কর্ম নিয়োজিত জনশক্তির ৪১ শতাংশ সেবাখাতে কাজ করেন। সেবাখাতের একটি বড় অংশ হচ্ছে ব্যবসা।

তবে যদিও বাংলাদেশের শিল্প ও ব্যবসা খাতকে মোটাদাগে আমরা সমসত্তাসম্পন্ন বলে মনে করছি, আসলে কিন্তু এর গঠন ও প্রকৃতির মধ্যে নানান বিভাজন ও বৈচিত্র্য আছে। শিল্প ও ব্যবসার মধ্যে মৌলিক তফাত আছে, এ খাতে বড়, মাঝারি এবং ছোট শিল্প ও ব্যবসা আছে, এখানে আনুষ্ঠানিক প্রতিষ্ঠান যেমন আছে তেমনি আছে অনানুষ্ঠানিক কাঠামো। বাংলাদেশের শিল্প ও ব্যবসা খাতের বিশ্লেষণ ও নীতিমালার ক্ষেত্রে এসব পার্থক্যের কথা মনে রাখা প্রয়োজন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন