বাংলাদেশে AI: সুযোগ নাকি হুমকি?
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনছে এবং বাংলাদেশও এর বাইরে নয়। এআই অর্থনীতি, জনসেবা এবং মানবজীবনের মান উন্নয়নে বিপুল সম্ভাবনা নিয়ে এসেছে। তবে এআই-এর উত্থানের সাথে নৈতিক দিক এবং সামাজিক প্রভাবও জড়িত হয়েছে, যা সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গভীর বিশ্লেষণের দাবি রাখে। এআই-এর সুফল যাতে সমাজের সকল স্তরে পৌঁছায় এবং এর নেতিবাচক প্রভাব যাতে কমানো যায়, সেজন্য এই দিকগুলো বিবেচনা করা অত্যন্ত জরুরি।
বাংলাদেশে এআই ক্রমশ স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রবেশ করছে। এই প্রযুক্তি আমাদের দেশের বহু জটিল সমস্যার সমাধানের একটি সম্ভাবনাময় উপায় হিসেবে দেখা হচ্ছে। যেমন, দূরবর্তী এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, কৃষি উৎপাদন বাড়ানো এবং আরও বেশি মানুষকে আর্থিক সেবার আওতায় আনা।