ইউটিউবের ভিডিওর নির্দিষ্ট অংশ কেটে ফোন থেকে সহজেই পাঠানো যাবে

প্রথম আলো প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৩

স্মার্টফোন থেকে ইউটিউব ভিডিওর নির্দিষ্ট অংশ দ্রুত অন্যদের পাঠানোর সুযোগ দিতে নতুন সুবিধা চালু করতে যাচ্ছে ইউটিউব। বর্তমানে ভিডিওর নির্দিষ্ট সময়ের ক্লিপ অন্যদের পাঠানোর সুযোগ থাকলেও বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। এর ফলে বিরক্ত হন অনেকেই। নতুন এ সুবিধা চালু হলে শুধু শেয়ার বাটনে ক্লিক করেই ভিডিওর নির্দিষ্ট সময়ের ক্লিপ অন্যদের পাঠানো যাবে।


বর্তমানে স্মার্টফোন থেকে ইউটিউব ভিডিওর নির্দিষ্ট অংশ অন্যদের পাঠানোর জন্য ক্লিপ বাটনে ট্যাপ করতে হয়। এরপর ভিডিওর নির্দিষ্ট অংশ নির্বাচন করে বেশ কয়েকটি ধাপ অনুসরণের পর ভিডিওর নির্বাচিত অংশটি নির্দিষ্ট ব্যক্তিদের পাঠাতে হয়। এটি বেশ সময়সাপেক্ষ হওয়ায় স্মার্টফোন থেকে দ্রুত ভিডিওর নির্দিষ্ট অংশ পাঠানোর সুযোগ চালুর উদ্যোগ নিয়েছে ইউটিউব।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও