You have reached your daily news limit

Please log in to continue


কৃতির প্রেমিক ধোনির শ্যালক, কী করেন তিনি

বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের জীবনে এখন নতুন বসন্ত। আদিপুরুষ সহ-অভিনেতা প্রভাসের সঙ্গে প্রেমের জল্পনা এখন অতীত। শোনা যাচ্ছে, ব্রিটিশ যুক্তরাজ্যের কোটিপতি ব্যবসায়ীর প্রেমে পড়েছেন এ অভিনেত্রী। প্রেম নাকি তুঙ্গে! খুব জলদি বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন কৃতি শ্যানন। 

এ অভিনেত্রীর প্রেমিকের নাম কবির বাহিয়া। তিনি হচ্ছেন ব্রিটিশ কোটিপতি ব্যবসায়ী। আপতত কৃতি শ্যাননের সৌজন্যে সংবাদ শিরোনামে উঠে এলেও সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ এ নামজাদা ব্যবসায়ী। কারণ সাক্ষী ধোনির ঘনিষ্ঠ কবির। সে কারণেই ধোনির পরিবারের সঙ্গে হামেশাই দেখা মেলে তার। শোনা যায়, সম্পর্কে সাক্ষীর পাতানো ভাই কবির। সেই অর্থে ধোনির শ্যালক হন কৃতি শ্যাননের হবু বর।

প্রেমচর্চার খবরে সিলমোহর না দিলেও জল্পনা ফের উসকে দিলেন এ অভিনেত্রী। নেপথ্যে কবিরের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট। গ্রিস থেকে সূর্যের কিরণ গায়ে মেখে একটি মিষ্টি ছবি পোস্ট করেন কবির। সেই ছবিতেই ভালোবাসার চিহ্ন আঁকলেন কৃতি। আর লাইক বটনে ক্লিক করতেই হইচই নেটিজেনদের মধ্যে। আশ্চর্যজনকভাবে গ্রিসের মাইকোনস দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন কৃতিও। চর্চা একসঙ্গেই সময় কাটিয়েছেন দুজনে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন