শেষের আগে শেষ নয়, হারার আগে হার নয়। ঘুরে দাঁড়ানোর যে মানসিকতায় নিজেদেরকে নতুন উচ্চতায় তুলে নিয়েছিল বায়ার লেভারকুজেন, তাতে উজ্জীবিত হয়েই যেন তাদেরকে হারিয়ে দিল লাইপজিগ। দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না লেভারকুজেন। তাদের অপ্রতিরোধ্য পথচলায় ইতি টেনে অসাধারণ জয়ের দেখা পেল লাইপজিগ।
বুন্ডেসলিগায় শনিবার লেভারকুজেনকে তাদের মাঠেই ৩-২ গোলে হারায় লাইপজিগ। জার্মান লিগে শাবি আলোন্সোর দলের ৩৫ ম্যাচের অপরাজেয় যাত্রা শেষ হয়ে গেল এই পরাজয়ে।
ম্যাচের শুরু থেকে দাপট ছিল লেভারকুজেনের। সেই পথ ধরেই ৩৮তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন জেহেমি ফ্রিম্পং। সাত মিনিট পর কাছ থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান আলেক্স গ্রিমাল্দো।