গাইবান্ধায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
গাইবান্ধায় ভুল চিকিৎসায় বিপাশা আক্তার (২৮) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। জেলা শহরে অবস্থিত ‘গাইবান্ধা ক্লিনিক’ কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শুক্রবার (৩১ আগস্ট) ভোররাত ৪টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই প্রসূতি। এর আগে, গত ২৩ আগস্ট রাতে গাইবান্ধার গাইবান্ধা ক্লিনিকে বিপাশার দ্বিতীয় অস্ত্রোপচার করে। সেখানে একটি কন্যাসন্তান প্রসব করে সে। সেদিনের পর থেকেই দীর্ঘ ৯ দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছিল নিহত বিপাশা।
নিহত বিপাশা আক্তার গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম রাধাকৃষ্ণপুর গ্রামের আব্দুল বাকি শেখের মেয়ে এবং শহরের পূর্বপাড়ার ব্যবসায়ী আপনের স্ত্রী।