এস আলমের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক নেই: সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা
এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তা করার অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রাম বিএনপির নেতাদের একাংশ। তাদের দাবি, একটি কারখানা থেকে বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ পেয়ে তারা সেখানে গিয়েছিলেন। ওই কারখানা থেকে গাড়ি সরিয়ে নেওয়ার সঙ্গে তারা জড়িত ছিলেন না।
আজ শনিবার দুপুরে চট্টগ্রামের নিউমার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান এবং একই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন আবু সুফিয়ান। তিনি বলেন, 'যে ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে এসেছে সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। শাহ আমানত সেতু সংলগ্ন মইজ্জার টেক এলাকায় এস আলম গ্রুপের ওয়্যার হাউজে গিয়ে এনামুল হক এনামের তত্ত্বাবধানে এস আলম গ্রুপের বেশকিছু গাড়ি বের করে নিরাপদ স্থানে পৌঁছাতে সহযোগিতা করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং সাজানো সংবাদ। আসল ঘটনা হলো, গত ২৯ আগস্ট চট্টগ্রামের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় অবস্থিত মীর গ্রুপের পক্ষ থেকে তাদের প্রতিষ্ঠানে মোবাইল ফোনে কে বা কারা প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে বিএনপির নাম দিয়ে টাকা চাঁদা দাবি করছে বলে এনামুল হক এনামকে অবহিত করেন। যদি চাঁদা না দেয়, তাহলে মীর গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাবে বলেও হুমকি দেয়।'