মানুষের ‘ভেতরের’ জগতের গল্প পর্দায় তুলে আনা নির্মাতা ঋতুপর্ণ ঘোষকে নাচের মাধ্যমে স্মরণ করবেন কলকাতার একদল নৃত্যশিল্পী।
শনিবার ঋতুপর্ণর জন্মবার্ষিকীতে তাকে উৎসর্গ করে রূপান্তরকামী নৃত্যশিল্পী মেঘ সায়ন্তনী এবং তার দল বরাবরের মত একটি বিশেষ আয়োজন রেখেছে।
নাচের পরিবেশনায় শিল্পীরা প্রয়াত এই পরিচালকের সিনেমার ১০টি নারী কেন্দ্রীয় চরিত্রকে তুলে ধরবেন তাদের নাচের মাধ্যমে।