![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-08-30%252F6cjcke2h%252Fsmartphone%252Creuters.png%3Frect%3D0%252C3%252C610%252C407%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
ভ্রমণের সময় স্মার্টফোন নিরাপদে রাখার ৩ উপায়
ভ্রমণের সময় আমরা অনেকেই স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি ছবি তোলাসহ বিভিন্ন কাজ করে থাকি। আর তাই হোটেল বা রেস্তোরাঁয় প্রবেশ করেই চার্জার বা ওয়াই-ফাই পাসওয়ার্ড সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন কেউ কেউ। কিন্তু এ অভ্যাসের কারণে স্মার্টফোনে থাকা ব্যক্তিগত বিভিন্ন তথ্য চুরি হতে পারে। তাই ভ্রমণের সময় স্মার্টফোন নিরাপদ ও সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন কৌশল মেনে চলা জরুরি। ভ্রমণের সময় স্মার্টফোন নিরাপদ রাখার কৌশলগুলো দেখে নেওয়া যাক।
পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্কতা
বেশির ভাগ রেস্তোরাঁ, হোটেল, এয়ারপোর্ট বা সেবাপ্রতিষ্ঠান গ্রাহকদের জন্য বিনা মূল্যে ওয়াই-ফাই সেবা দিয়ে থাকে। আর তাই বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকায় অনেকেই হোটেল বা এয়ারপোর্টের ওয়াই-ফাই সুবিধা ব্যবহার করেন। তবে অনেক সময় পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের নিরাপত্তা যথেষ্ট শক্তিশালী থাকে না। ফলে সাইবার অপরাধীরা সহজেই নেটওয়ার্কে যুক্ত থাকা স্মার্টফোন থেকে বিভিন্ন তথ্য চুরি করতে পারে। আর তাই ভ্রমণের সময় খুব বেশি প্রয়োজন না হলে পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে অনলাইন ব্যাংকিং বা আর্থিক লেনদেন করা যাবে না। পাশাপাশি এইচটিটিপিএস সমর্থন ছাড়া কোনো ওয়েবসাইটে প্রবেশ করা থেকেও বিরত থাকতে হবে।