ধারে আর্সেনালে স্টার্লিং, চেলসিতে স্যানচো

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪, ১৩:০৩

ট্রান্সফার উইন্ডোর শেষ সময়টায় চমকপ্রদ অনেক কিছুই দেখা যায়। এবারও বেশ নাড়া পড়ল ইংলিশ ফুটবলে। ইংল্যান্ডের দুই উইঙ্গার রাহিম স্টার্লিং ও জেডন স্যানচো পাড়ি জমালেন প্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে। ধারে চেলসি থেকে লন্ডনেরই আরেক ক্লাব আর্সেনালে নাম লেখালেন স্টার্লিং, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে চেলসিতে যোগ দিলেন জেডন স্যানচো।


আরেকটি বড় পরিবর্তনে ব্রেন্টফোর্ড ছেড়ে সৌদি আরবের ফুটবলে চলে গেলেন আইভান টনি। ২৮ বছর বয়সী স্ট্রাইকারকে ৪ কোটি পাউন্ডে দলে নিল আল আহলি। ২০২১ সালে ব্রেন্টফোর্ডের প্রিমিয়ার লিগে উঠে আসায় বড় ভূমিকা রেখেছিল টনির পারফরম্যান্স।



স্টার্লিংয়ের জন্য নতুন ঠিকানা খোঁজা অনেকটা অবধারিতই হয়ে উঠেছিল। এন্টসো মারেস্কা চেলসির কোচ হয়ে আসার পর এই উইঙ্গার ব্রাত্য হয়ে পড়েন দলে। প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বে সব ম্যাচে খেলানো হলেও মৌসুমের শুরুতে প্রিমিয়ার লিগের জন্য স্কোয়াডেই রাখা হয়নি তাকে। অতিরিক্ত ফুটবলারদের সঙ্গে তাকে আলাদা অনুশীলনে পাঠানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও