বন্যায় ফেনীতে মৃতের প্রকৃত সংখ্যা কত

ডেইলি স্টার প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৪, ২২:০২

'ফেনীর দাগনভুঁইয়ার মাতুভূঁইয়া খালে তিনটি লাশ ভেসে উঠেছে। এলাকাবাসীরা লাশগুলো উদ্ধার করেছেন।' সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মরদেহ উদ্ধারের এমন তথ্যে রীতিমতো তোলপাড় পুরো জেলা। স্থানীয় সাংবাদিকদের মধ্যে কেউ কেউ বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে লিখেছেন, 'বন্যার ভয়াবহতা এখন বোঝা যাবে। ফেনী এখন লাশের জনপদ।' 


'দাগনভূঁইয়ায় তিনটি মরদেহের সন্ধান পাওয়া গেছে' এমন খবরের সত্যতা যাচাই করতে যোগাযোগ করা হয় দাগনভূঁইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিমের সঙ্গে। 


তিনি বলেন, 'বিষয়টি নিয়ে পুরো দিন আমাদের ওপর ধকল গেছে। থানায় বহু মানুষ ফোন করে বলছে লাশ পাওয়া যাচ্ছে। আমরা গিয়ে অনেকক্ষণ খালে-নদীতে খুঁজে দেখি সেখানে কয়েকটা বস্তা ভাসছে। বস্তার ভেতর খামার থেকে ফেলা মরা মুরগি।' 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও