You have reached your daily news limit

Please log in to continue


নগদ আড়াই কোটিসহ ১০ কোটি টাকার ত্রাণ সরবরাহ করেছে বিএনপি

বন্যাকবলিত এলাকার মানুষদের সহায়তায় জন্য নগদ আড়াই কোটি টাকাসহ ১০ কোটির টাকার ত্রাণ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বিএনপির ত্রাণ তহবিলে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। গত পাঁচ দিনে নগদ আড়াই কোটি টাকাসহ প্রায় ১০ কোটির ত্রাণ সংগ্রহ করে সরবরাহ করা হয়েছে বন্যাকবলিত এলাকায়।

শুক্রবার (৩০ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাহিদ বলেন, বন্যার পানি এরইমধ্যে কমতে শুরু করেছে। ফলে এসব এলাকায় রোগবালাই বেড়ে যাবে। সেজন্য আমাদের চিকিৎসক এবং বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো ওইসব এলাকায় ওষুধ বিতরণের কার্যক্রম শুরু করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন