স্মার্টফোনে ইন্টারনেটের গতি বাড়াবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৪, ১৬:৫৪

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি স্মার্টফোনের মাধ্যমে ই-মেইল আদান–প্রদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন অনেকে। কিন্তু অনেক সময় ধীরগতির ইন্টারনেটের কারণে ফোনে স্বচ্ছন্দে ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও দেখা যায় না। ফলে বিরক্ত হন কেউ কেউ। অনেক সময় ফোনে ব্যবহৃত ইন্টারনেট প্যাকেজ বা ডেটা প্ল্যানের কারণে ইন্টারনেটের গতি কমে যায়। তবে ডেটা প্ল্যান ঠিক থাকলে ফোনে কিছু বিষয় পরীক্ষা করে দেখে নেওয়া যেতে পারে। অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট কাজ না করলে যেসব বিষয় পরীক্ষা করতে হবে, তা দেখে নেওয়া যাক।



ফোন রিস্টার্ট করা


স্মার্টফোনের যেকোনো সমস্যা সমাধানের একটি সহজ উপায় হলো ফোন রিস্টার্ট করা। যদি ইন্টারনেট সংযোগে সমস্যা হয়, তাহলে ফোন রিস্টার্ট করে একটু অপেক্ষা করে আবার ইন্টারনেট চালু করতে হবে। এতে ইন্টারনেট গতির সাধারণ ত্রুটি ঠিক হয়ে যাবে।


হালনাগাদ সফটওয়্যার ব্যবহার


অপারেটিং সিস্টেমসহ বিভিন্ন সফটওয়্যার হালনাগাদ না করলে ফোন ধীরগতিতে কাজ করার কারণে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হয়। আর তাই সব সময় হালনাগাদ অপারেটিং সিস্টেম ব্যবহার করার পাশাপাশি যেসব অ্যাপ ব্যবহারের সময় ইন্টারনেট ধীরগতিতে কাজ করে, সেগুলো হালনাগাদ করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও