You have reached your daily news limit

Please log in to continue


অক্টোবরের আগেই বিক্রি হয়ে যাচ্ছে পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা

দীর্ঘ দিনের দেনদরবার শেষে আগামী অক্টোবর মাসের আগেই বিক্রি হয়ে যাচ্ছে পাকিস্তানের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। দেশটির বেসরকারিকরণ কমিশনের সচিব উসমান আখতার বাজওয়া বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদন অনুসারে, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের কমিটি অন প্রাইভেটাইজেশনের সামনে উসমান আখতার বাজওয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ১ অক্টোবরের আগেই পিআইএ—এর বেসরকারিকরণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। 

পাকিস্তানের জাতীয় পতাকাবাহী এই বিমান পরিবহন সংস্থাটি ২০১১ সাল থেকেই লোকসানে চলছে। সরকার ভর্তুকি দিয়ে দিয়ে এত দিন এই সংস্থাটিকে পরিচালনা করেছে। ২০১৬ সালে এই সংস্থাটির ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩০০ কোটি ডলারে। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৩০ কোটি ডলারে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন